আগামী শনিবার ব্যাংক খোলা থাকবে যে কারণে


আগামী শনিবার ব্যাংক খোলা থাকবে যে কারণে

হজ কার্যক্রমের সুবিধার্থে আগামী ১৮ অক্টোবর শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের শাখা এবং উপশাখাগুলো খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা প্রদান করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হজ নিবন্ধনের জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত অর্থ জমা দিতে আসবেন, ততক্ষণ সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ওই টাকা গ্রহণ অব্যাহত রাখবে।

এছাড়া, ব্যাংকগুলোকে নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×