অবশেষে সুলাইমানিয়ার আকাশপথ খুলে দিল তুরস্ক


অবশেষে সুলাইমানিয়ার আকাশপথ খুলে দিল তুরস্ক

দীর্ঘ দেড় বছরের নিষেধাজ্ঞা শেষে আবারও তুরস্কের জন্য উন্মুক্ত হলো সুলাইমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথ। এতে কুর্দিস্তান অঞ্চলে স্বস্তির হাওয়া বইছে।

বিমানবন্দরের জনসংযোগ বিভাগ জানায়, তুরস্কের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ১৫ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। খবর শাফাক নিউজের।

২০২৩ সালের এপ্রিলে পিকেকের অনুপ্রবেশের আশঙ্কা দেখিয়ে তুরস্ক সুলাইমানিয়ার আকাশপথ বন্ধ করে দেয়। প্রায় ১৮ মাস বন্ধ থাকার কারণে ওই সময় বাণিজ্য ও পর্যটন খাতে বিপুল ক্ষতি হয় এবং স্থানীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নতুন করে আকাশপথ চালু হওয়ায় সুলাইমানিয়াকে কেন্দ্র করে নতুন ফ্লাইট করিডর, বাণিজ্যিক সংযোগ এবং পর্যটন রুট চালুর সম্ভাবনা দেখা দিয়েছে।

স্থানীয় বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু বিমান চলাচল পুনরায় শুরু করার মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি তুরস্ক ও কুর্দিস্তান অঞ্চলের রাজনৈতিক সম্পর্কের উষ্ণতারও ইঙ্গিত দেয়।

তাদের মতে, দীর্ঘ স্থবিরতার পর এই সিদ্ধান্ত দুই পক্ষের মধ্যে যোগাযোগ, পণ্য পরিবহন এবং কূটনৈতিক সংলাপের নতুন দিগন্ত খুলে দিতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×