ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, সরানো হলো হাজারো মানুষকে


ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, সরানো হলো হাজারো মানুষকে

ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ পূর্ব নুসা তেঙ্গারায় অবস্থিত লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরি থেকে লাভার উদ্গীরণ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন তৎপরভাবে পর্বতের সংলগ্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করেছে।

উদ্ধারকারী বাহিনী ইতোমধ্যেই এক হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করেছে। প্রশাসন জানিয়েছে, আগ্নেয়গিরি গত মঙ্গলবার সক্রিয় হলেও লাভার উদ্গীরণ শুরু হয় বুধবার থেকে। আগ্নেয়গিরি থেকে নিক্ষিপ্ত ধোঁয়া ও ছাই প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত উড়ে যাচ্ছে।

পূর্ব নুসা তেঙ্গারার দুর্যোগ মোকাবিলা দপ্তর স্থানীয়দের লেওতোবি লাকি-লাকি ও তার আশপাশে না যাওয়ার নির্দেশ দিয়েছে।

লোওতোবি লাকি-লাকি পর্বতের উচ্চতা ৫,১৯৭ ফুট। এটি একটি জমজ পর্বত; পাশেই লেওতোবি পেরেমপুয়ান নামের সমান উচ্চতার আরেকটি আগ্নেয়গিরি রয়েছে। তবে এবার কেবল লাকি-লাকি থেকে লাভা নির্গত হচ্ছে।

গত বছর নভেম্বরেও এই আগ্নেয়গিরি থেকে লাভার উদ্গীরণ হয়েছিল, তখন অন্তত ৯ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিলেন।

প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ অঞ্চলে অবস্থান করায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গীরণ বিরল ঘটনা নয়। দেশটিতে মোট ১২০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×