প্রতিশোধ নিতে অতর্কিত হামলা, ১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের


প্রতিশোধ নিতে অতর্কিত হামলা, ১৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

আফগান কর্তৃপক্ষ রোববার (১২ অক্টোবর) দাবি করেছে, হেলমান্দ প্রদেশে আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হেলমান্দ প্রাদেশিক সরকারের মুখপাত্র মাওলাওয়ি কাসিম রিয়াজ বলেছেন, বাহরামপুর জেলায় ডুরান্ড লাইনের কাছে গত রাতে পরিচালিত অভিযানে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। তিনি জানান, এই অভিযানের সময় আফগান বাহিনী তিনটি পাকিস্তানি সামরিক ফাঁড়ি দখল করেছে এবং তাদের গোলাবারুদ ও অস্ত্র জব্দ করেছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে আফগানিস্তানের কাবুল ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালানোর পর এর জবাবে এই প্রতিহিংসামূলক অভিযান চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নানগারহার ও কুনার প্রদেশের পাকিস্তানি ফাঁড়ি, যেগুলি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার বিরুদ্ধে অভিযোগ করেন, তালেবান ‘বিনা উসকানিতে’ এই আক্রমণ চালিয়েছে এবং বেসামরিকদেরও লক্ষ্য করেছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "পাকিস্তান প্রতিটি ইটের জবাব দেবে এক একটি পাথর ছুড়ে।" নকভি আরও যোগ করেন, "আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে।"

উভয় পক্ষের উত্তেজনা রোধে সৌদি আরব ও কাতার আন্তর্জাতিক সম্প্রদায়কে সংলাপ, কূটনীতি ও সংযমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।

 
 
 
 
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×