যুক্তরাষ্ট্রে নির্বিচার গুলিতে নিহত ৪
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:৫০ এম, ১২ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ভয়াবহ এক বন্দুক হামলায় চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার গভীর রাতে রাজ্যের রাজধানী জ্যাকসন থেকে প্রায় ১৯০ কিলোমিটার উত্তরপূর্বে লেল্যান্ড শহরের প্রধান সড়কে এই গুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শহরের মেয়র জন লি, যিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এ তথ্য জানান।
মেয়র জন লি জানান, “আহতদের মধ্যে চারজনকে সংকটজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে।” এখন পর্যন্ত ঘটনায় কোনও সন্দেহভাজনকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, সাধারণ দিনের তুলনায় শুক্রবার লেল্যান্ডে মানুষের ভিড় ছিল অনেক বেশি। সেদিন ছিল ‘হোমকামিং’—স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মান জানাতে আয়োজিত ঐতিহ্যবাহী উৎসব। এ উপলক্ষে স্থানীয় একটি হাইস্কুলে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই ফুটবল ম্যাচ শেষ হওয়ার পরপরই শহরের প্রধান সড়কে গুলির ঘটনাটি ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।