জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন এহসানুল হক


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন এহসানুল হক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. এহসানুল হক। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগ নিশ্চিত করেছে। উল্লেখ্য, আগের সচিবকে বদলি করার ২১ দিন পর মো. এহসানুল হক জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ পদে নিযুক্ত হলেন।

এর আগে, ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। সেই সময় থেকে জনপ্রশাসন সচিবের পদটি শূন্য ছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×