হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান


হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে আবারও উত্তেজনার আগুন জ্বলছে। সাম্প্রতিক সংঘর্ষে দুই দেশের সম্পর্ক নতুন করে সংকটের মুখে পড়েছে। শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি সামরিক অবস্থানের ওপর তারা পাল্টা হামলা চালিয়েছে। কাবুলের দাবি, পাকিস্তান বারবার সীমান্ত লঙ্ঘন করে আফগান ভূখণ্ডে গোলাবর্ষণ করছিল, যার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “আফগান সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত আসায় আমাদের বাহিনী সীমান্তের ওপারে থাকা পাকিস্তানি সেনা পোস্টগুলো লক্ষ্য করে অভিযান চালিয়েছে।”

আফগান গণমাধ্যমের খবরে বলা হয়, আফগান বাহিনীর হামলায় পাকিস্তানি সেনাদের বেশ কয়েকটি পোস্ট ধ্বংস হয়েছে। একাধিক স্থানে ঘনঘন সংঘর্ষের পর পাকিস্তানি সেনারা কিছু অবস্থান থেকে সরে যেতে বাধ্য হয়। সংঘর্ষ হয়েছে সীমান্তবর্তী পাকতিয়া, খোস্ত, হেলমান্দ ও নানগারহার প্রদেশে।

তালেবান সূত্রের দাবি, এসব সংঘর্ষে পাকিস্তানের অন্তত ডজনেরও বেশি সেনা নিহত বা আহত হয়েছে। এছাড়া আফগান বাহিনী পাঁচটি সীমান্তচৌকি দখলে নিয়েছে এবং কয়েকটি ভারী অস্ত্র ও সামরিক যান নিজেদের নিয়ন্ত্রণে এনেছে। তবে পাকিস্তান সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের আশ্রয় দিচ্ছে, যারা আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে হামলা চালায়। অপরদিকে কাবুলের অভিযোগ, পাকিস্তান নিজস্ব রাজনৈতিক স্বার্থ রক্ষায় সীমান্তে ইচ্ছাকৃত অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

বিশ্লেষকরা বলছেন, এই সামরিক উত্তেজনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। পাশাপাশি আফগান-পাকিস্তান সীমান্তে চলমান অস্থিরতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে—বিশেষ করে এমন এক সময়ে, যখন এই অঞ্চলে চীন, ইরান ও ভারতের ভূরাজনৈতিক প্রভাব পরস্পর জটিলভাবে জড়িত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×