প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকরা, যোগ দেবেন এনসিপি নেতারাও


প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকরা, যোগ দেবেন এনসিপি নেতারাও

জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। শিক্ষকরা দাবি করছেন মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসবভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে সারাদেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন। এটি আয়োজন করেছে ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট’। সংগঠনের নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন।

ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এতে পল্টন থেকে হাইকোর্টের কদম ফোয়ারা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষকদের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

এর আগে, ১৩ আগস্ট, জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের ব্যানারে কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। সেই সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসবভাতা ৭৫ শতাংশে উন্নীত করা হবে।

কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

শিক্ষকরা দাবি জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×