গাজা যুদ্ধ ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে: রুবিও


গাজা যুদ্ধ ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে: রুবিও

গাজার যুদ্ধ দুই বছর ধরে চলার ফলে ইসরায়েলের আন্তর্জাতিক সুনাম মারাত্মকভাবে ভেঙে পড়েছে; এমনই মন্তব্য করেছেন মার্কো রুবিও। ওয়াশিংটন রাজনীতির এক প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে তার এই মন্তব্যটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতিকে আরও তীব্রভাবে তুলে দিয়েছে।

রোববার আমেরিকার সিবিএসে সাক্ষাৎকারে রুবিও বলেন, “আমরা রাজি হই আর না হই, সম্প্রতি আমরা দেখেছে যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং অন্যান্য অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও আমরা ইসরায়েলের প্রতি আক্রমণাত্মক মনোভাব লক্ষ্য করছি।”

রুবিও আরও হুঁশিয়ারি দেন, “বৈশ্বিকভাবে ইসরায়েলের ভাবমূর্তি ধ্বংস হয়ে গেছে এবং আমাদের প্রেসিডেন্ট এই ব্যাপারটিতে ফোকাস করেছেন। ইসরায়েলকে তিনি বলতে চেয়েছেন যে তারা স্বীকার করুক আর না করুক, দুই বছর ধরে যুদ্ধেরে জেরে ইসরায়েলের যে বৈশ্বিক ভাবমূর্তি গড়ে উঠেছে, তা তারা এড়িয়ে যেতে পারবে না।”

মামলার পটভূমি হিসেবে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার শাসকদল হামাস হঠাৎ করে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায়। ওই হামলায় রিপোর্ট অনুযায়ী ১ হাজার ২০০ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপরই আইডিএফ গাজায় প্রতিশোধমূলক অভিযান শুরু করে এবং গত দুই বছরে সংঘর্ষে মারা গেছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

যুদ্ধ থামানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ২০ পয়েন্টের একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব তুলে ধরেন। ঐ পরিকল্পনার ওপর আলোচনায় আজ সোমবার কায়রোতে বৈঠক শুরু হওয়ার কথা। ইসরায়েল, হামাস ও মধ্যস্থতাকারী দেশ কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইতোমধ্যে মিশরে উপস্থিত আছেন।

সিবিএসে দেওয়া সাক্ষাৎকারে রুবিও আশাবাদ ব্যক্ত করেন যে ইসরায়েল যুদ্ধবিরতির শর্তগুলো মেনে নেবে। তিনি বলেন, “ইসরায়েলিরা এবং অন্যান্যরাও এটা স্বীকার করবেন যে সংঘাত চলতে থাকলে জিম্মিদের মুক্তির ব্যাপারটি অনিশ্চিতই থেকে যাবে। কারণ চলমান সংঘাতের মধ্যে আপনি জিম্মিদের মুক্তি দিতে পারবেন না। তাদের নিরাপত্তার জন্যেই এটি সম্ভব নয়। তাই অবশ্যই ইসরায়েলকে তার অভিযান থামাতে হবে।”

সূত্র: আরটি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×