সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল কারাগারে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:৪৮ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

পোশাক শ্রমিক রুবেল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার, ৬ অক্টোবর, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলার তদন্ত কর্মকর্তার আবেদন গ্রহণ করে এই আদেশ দেন।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হককে আদালতে হাজির করেন। তিনি জানান, ২০২৩ সালের ৫ আগস্ট রাজধানীর আদাবরে সরকারবিরোধী বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রুবেল নিহত হন। ঘটনার সময় মোজাম্মেল হক আন্দোলন দমনে সক্রিয় দায়িত্বে ছিলেন এবং তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থাপন করেন।
পরিদর্শক জাহাঙ্গীর আলম আরও বলেন, “তাকে রোববার ঢাকার নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।” তদন্ত কর্মকর্তা জানান, মোজাম্মেল হকের বিরুদ্ধে আরও আটটি মামলা রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। একই সঙ্গে, পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
আদালতে হাজির হয়ে মোজাম্মেল হকের আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে মামলার মূল নথি আদালতে না থাকায় বিচারক তা মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে আইনজীবী লিটন মিয়া জানান, “মূল নথি পাওয়ার পর জামিন শুনানি হবে।”
মামলার বিবরণ অনুযায়ী, গত বছর ৫ আগস্ট ‘বৈষম্যবিরোধী আন্দোলনের’ শেষ দিনে সকাল ১১টার দিকে আদাবরের রিং রোড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন রুবেলসহ কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, মিছিল চলাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের কর্মীরা পুলিশের সঙ্গে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রুবেল আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম ২২ আগস্ট আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।