গাজায় এখনও বোমা ফেলছে ইসরায়েল, নিহত ৬৩


গাজায় এখনও বোমা ফেলছে ইসরায়েল, নিহত ৬৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এখনও বোমাবর্ষণ চালাচ্ছে। রোববার ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গাজা সিটি ও আশপাশের এলাকায় আইডিএফের হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

এই পরিস্থিতির মধ্যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে একটি নতুন পরিকল্পনা পেশ করেছিলেন। এর প্রাথমিক সম্মতি দিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। পরিকল্পনার বিস্তারিত আলোচনার জন্য আজ (সোমবার) মিসরের রাজধানী কায়রোতে বৈঠক শুরু হচ্ছে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা এবং হামাসের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। তবে এসবের মধ্যেও গাজায় বোমাবর্ষণ অব্যাহত রয়েছে।

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির এক বিবৃতিতে জানিয়েছেন, “কায়রোর বৈঠক ব্যর্থ হলে আইডিএফ পূর্ণমাত্রায় অভিযান পুনরায় শুরু করবে।”

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকের মূল আলোচ্যসূচি হবে গাজায় বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি। ইসরায়েলের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানিয়েছেন, বৈঠক কয়েক দিনের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বৈঠককে স্বাগত জানিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমি আশা করব—প্রতিনিধিরা খুব তৎপর থাকবেন এবং দেরি না করে কার্যকর পরিকল্পনা গ্রহণ করবেন।”

সূত্র: দ্য গার্ডিয়ান

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×