ইয়েমেনের ব্যালিস্টিক হামলায় কাঁপল ইসরায়েল
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:৩৭ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

ইসরায়েলের বিভিন্ন শহরে সোমবার বিকালে বাজতে থাকে সতর্কতা সাইরেন— কারণ ইয়েমেনি সামরিক বাহিনী গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাবে ছুড়ে দেয় নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলার পর আতঙ্কে বহু ইসরায়েলি নাগরিক বোমা-শেল্টারে আশ্রয় নেন।
ইসরায়েলি গণমাধ্যম জানায়, রামলা, বে’র ইয়াকোভ, লড, রেহোভত, মোদিইন ও লাচিশসহ পশ্চিম তীরের কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। কেন্দ্রীয় অঞ্চলে শোনা যায় একাধিক বিস্ফোরণের শব্দ। স্থানীয় সূত্রের ভাষ্য, এসব বিস্ফোরণ সম্ভবত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার বাধা দেওয়ার প্রচেষ্টার ফলাফল।
হামলার পরপরই বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবু ঘটনাটি ইসরায়েলের ভেতরে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। পরে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে আটকেছে।
অন্যদিকে, ইয়েমেনি সামরিক বাহিনী জানায়, গাজায় ইসরায়েলের বিমান ও স্থল অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের একাধিক সংবেদনশীল স্থাপনায় আঘাত হানা হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু— জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেস টিভি।