বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার চেষ্টা করবো: বুলু


বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার চেষ্টা করবো: বুলু

বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, দল ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার জন্য তারা দৃঢ়ভাবে কাজ করবেন। তিনি এ কথা জানিয়েছেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবে সোমবার (৬ অক্টোবর) ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির আয়োজিত সংবাদ সম্মেলনে।

বুলু বলেন, “নোয়াখালী জেলার আয়তন বাড়ছে, দুই হাজার বর্গকিলোমিটারের বেশি। সমুদ্র বন্দর হচ্ছে এখানে। বাংলাদেশের ইতিহাসে নোয়াখালীর নেতারা নেতৃত্বের ভূমিকা রেখেছেন। সিরাজুল আলম খানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আ স ম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন। প্রথিতযশা অনেক সাংবাদিকের বাড়িও নোয়াখালীতে রয়েছে। পাকিস্তান গঠনের পর প্রথম জেলা কমিটি গঠিত হয় নোয়াখালী জেলা সমিতি থেকে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িও বৃহত্তর নোয়াখালীতে।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, “বিএনপি ক্ষমতায় থাকাকালীন সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ করা ছিল অগ্রাধিকার ভিত্তিতে জরুরি। এখন নোয়াখালী বিভাগ করা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার কাজ হবে আমাদের প্রথম অগ্রাধিকার।”

সংবাদ সম্মেলনে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সচিব কেএম মোজাম্মেল হক লিখিত বক্তব্যে তুলে ধরেন, “নোয়াখালী জেলার তিন হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আয়তনে এটি কুমিল্লার থেকে প্রায় এক হাজার দুইশত বর্গকিলোমিটার বেশি এবং জনসংখ্যা প্রায় ৪০ লাখ। সরকারের অনেক গুরুত্বপূর্ণ অফিস নোয়াখালীতেই অবস্থিত।”

তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের বাড়িও নোয়াখালীতে। নদীবন্দরসহ ব্লু ইকোনমির অর্থাৎ সমুদ্র ভিত্তিক অর্থনীতিতে নোয়াখালীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জেলার শিল্পপতিদের অবদান দেশের অর্থনীতি ও ব্যবসায় প্রায় ৩০ শতাংশ। এসব কারণেই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জনগণকে সেবায় আরও সহজলভ্য করতে নোয়াখালীকে বিভাগ করার দাবি করছি।”

সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মাবুদ দুলাল। এতে বিএনপি, জামায়াত, গণঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×