চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৪:২২ পিএম, ০৬ অক্টোবর ২০২৫

২০২৫ সালের নোবেল মরসুম শুরু হলো চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মাধ্যমে। মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা নিয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে এবার চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। তারা সম্মানিত হয়েছেন পেরিফেরাল ইমিউন টলারেন্স বা ‘প্রান্তিক রোগপ্রতিরোধ সহনশীলতা’ বিষয়ে গবেষণার জন্য।
এই গবেষণায় উঠে এসেছে ইমিউন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ দিক, যা শরীরের নিজস্ব অঙ্গ বা নিরীহ বাইরের উপাদানের বিরুদ্ধে অপ্রয়োজনীয় কিংবা অতিরিক্ত প্রতিক্রিয়া প্রতিরোধে কাজ করে। সহজ ভাষায়, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেহ নিজের উপাদান কিংবা উপকারী ব্যাকটেরিয়ার মতো নিরীহ উপাদানকে শত্রু হিসেবে চিহ্নিত করে ভুলক্রমে আক্রমণ না করে।
বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এক সংবাদ সম্মেলনে এ বছরের চিকিৎসা বিভাগের নোবেল বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নোবেল পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেকেই একটি স্বর্ণপদক ও একটি আনুষ্ঠানিক সনদ পাবেন। এ ছাড়া সম্মিলিতভাবে তাদের দেওয়া হবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় আনুমানিক ১৪ কোটি ৬১ লাখ টাকার সমপরিমাণ। যদি একাধিক ব্যক্তি পুরস্কার ভাগ করে নেন, তবে পুরস্কারের অর্থও তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি হিসেবে ধরা হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি; এই ছয়টি ক্ষেত্রেই প্রতিবছর অনন্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।