শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করছে ভারত: বিক্রম মিশ্রি


শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করছে ভারত: বিক্রম মিশ্রি

ভারত বাংলাদেশের নির্বাচনের প্রতি আগ্রহী এবং তারা চায়, এই নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। ভারত মনে করে যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, ততই তা ভালো হবে। এছাড়া, বাংলাদেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করতে পারেন, সেটাই ভারতের প্রত্যাশা।

সোমবার (৬ অক্টোবর) সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

তিনি বলেন, “অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির হাতে থাকা উচিত। নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।”

ভারতের পররাষ্ট্র সচিব আরও উল্লেখ করেন, “বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।”

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়ে তিনি জানান, “এটি একটি আইনি ও বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×