বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ সম্পন্ন, ফল ঘোষণার অপেক্ষা


বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ সম্পন্ন, ফল ঘোষণার অপেক্ষা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে সোমবার ছিল ব্যস্ত এক দিন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীতে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। ভোট শেষ, এবার প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন প্রতীক্ষিত ফলাফলের। সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে জানানো হবে পরিচালক পদে কারা বিজয়ী হয়েছেন।

দিনভর ধাপে ধাপে ভোটার উপস্থিতি উঠানামা করলেও সকালের দিকেই ছিল সবচেয়ে বেশি ভিড়। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ভোটকেন্দ্রে ছিল উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি। তবে এরপর দুই ঘণ্টার জন্য কেন্দ্রে ভাটা পড়ে। দুপুর গড়িয়ে বিকেল নামতেই ফের বাড়ে ভোটারদের আনাগোনা।

সকাল ১০টা পেরোনোর পরপরই পরিচালক পদের কয়েকজন প্রার্থী ভোট দিতে কেন্দ্রে আসেন। এ সময় উপস্থিত ছিলেন নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন। তাদের পরপরই কেন্দ্রে প্রবেশ করেন সদ্য বিদায়ী পরিচালক ইফতেখার রহমান মিঠু, যিনি একই পদের জন্য এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রায় ১১টার দিকে ভোটাধিকার প্রয়োগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার এবং সানোয়ার হোসেন। এর কিছু সময় পর, সকাল সাড়ে ১১টায় ভোট দেন বিসিবির সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নুর ঠিক পরেই ভোট দিতে কেন্দ্রে আসেন বিসিবির সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনিই এবারও সভাপতির দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। প্রথমবারের মতো নির্বাচন অংশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে বুলবুল বলেন, “আগে কখনও নির্বাচন করিনি। নির্বাচনে অংশগ্রহণও করিনি। যা-ই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি। দেখা যাক।”

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদের ফলাফল ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় প্রকাশ করা হবে সেই নির্বাচনের ফল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×