পররাষ্ট্রসচিবের আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন পাকিস্তান হাইকমিশনার


পররাষ্ট্রসচিবের আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন পাকিস্তান হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার সোমবার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় ৬ অক্টোবর।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, আঞ্চলিক সংযোগ এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ঢাকা পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে এমন কিছু প্রস্তাবও উঠে এসেছে যেগুলো পরবর্তী যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে চূড়ান্ত করা হতে পারে।

আলোচনার সময় হাইকমিশনার ইমরান হায়দার সাম্প্রতিক বাংলাদেশ সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে দেওয়া আন্তরিক আতিথেয়তা ও সুচারু ব্যবস্থাপনার জন্য পররাষ্ট্রসচিবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সফরের সময় যে আন্তরিক আতিথেয়তা দেখানো হয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×