ট্রাম্পের কড়া অভিযোগ: রাশিয়া ‘কাগজের বাঘ’, পুতিনের প্রতিক্রিয়া তীব্র
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:২৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার যুদ্ধপরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “রাশিয়া তিন বছরেরও বেশি সময় ধরে এমন একটি যুদ্ধ লড়ছে, যা এক সপ্তাহেরও কমে শেষ হওয়ার কথা ছিল। এটি কোনো সম্মানের বিষয় নয়; বরং তাদের ‘কাগজের বাঘ’ প্রমাণ করছে।”
ট্রাম্প এই মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর। মঙ্গলবার তিনি নিজের ট্রুথ সোস্যেলে লিখেছেন, “আমি মনে করি, ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে ইউক্রেন তাদের পুরো দেশ পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হবে।”
তিনি আরও বলেন, “সময়, ধৈর্য এবং বিশেষ করে ন্যাটোর আর্থিক সহায়তার মাধ্যমে যুদ্ধের আগে যে সীমানা ছিল, তা পুনরুদ্ধার করা খুব সম্ভব। কেন সম্ভব নয়?” ট্রাম্পের মতে, যুদ্ধের অর্থনীতির কারণে রাশিয়ার অর্থের বড় অংশই ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। তিনি যোগ করেন, “ইউক্রেনের মনোবল অসাধারণ এবং ক্রমশ শক্তিশালী হচ্ছে। তারা দেশকে আগের মতো ফিরিয়ে আনতে পারবে, সম্ভবত আরও বেশি কিছু অর্জনও করতে পারবে।”
ট্রাম্প পুতিন এবং রাশিয়াকে উল্লেখ করে বলেন, “তারা বড় অর্থনৈতিক সমস্যায় রয়েছে। এখনই ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার সময়। যাই হোক, আমি উভয় দেশের জন্য শুভকামনা জানাই। ন্যাটোর জন্য আমরা অস্ত্র সরবরাহ অব্যাহত রাখব, যাতে তারা ইচ্ছেমতো ব্যবহার করতে পারে।”
মস্কোর পাল্টা মন্তব্য
ট্রাম্পের মন্তব্যের পরের দিন বুধবার, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “ট্রাম্প জেলেনস্কির দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি শুনেছেন। আমরা তার সব কথার সঙ্গে একমত হতে পারি না। যুদ্ধের মাধ্যমে ইউক্রেনের জয় সম্ভব বলে আমরা মেনে নেব না। আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে আমরা বিশেষ সামরিক অভিযান চালাচ্ছি। এটি দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য অপরিহার্য।”
পেসকভ ট্রাম্পের ‘কাগজের বাঘ’ মন্তব্যের জবাবে বলেছেন, “রাশিয়া সত্যিকারের ভাল্লুক। কাগজের ভাল্লুক নয়। পুতিন আমাদের দেশের শক্তিকে বারবার বিভিন্নভাবে বর্ণনা করেছেন।”
ট্রাম্পের রাশিয়ান তেল বর্জনের আহ্বান প্রসঙ্গে পেসকভ বলেন, “মার্কিন প্রেসিডেন্ট একজন প্রাক্তন ব্যবসায়ী, তিনি আমাদের জ্বালানি বিক্রি বাড়ানোর চেষ্টা করছেন।”