তাইওয়ানের পর চীনে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ‘রাগাসা’
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:৫৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় ‘রাগাসা’ এবার আঘাত হেনেছে চীনের দক্ষিণ উপকূলে। ঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চল থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্তত ১০টি শহরে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, টাইফুন রাগাসা বুধবার চীনের গুয়াংডং প্রদেশে আছড়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। ঝড়ের কারণে প্রদেশটিতে বিপর্যয়কর পরিস্থিতির শঙ্কা প্রকাশ করা হয়েছে।
এছাড়া ঝড়ের প্রভাবে হংকংয়ে আগেই জারি করা হয়েছে আট মাত্রার সতর্কতা। সতর্কতার কারণে সেখানে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে।
চীনের আবহাওয়া বিভাগ টাইফুন রাগাসাকে ‘ঝড়ের রাজা’ হিসেবে বর্ণনা করেছে। জানানো হয়েছে, চীনের পর এটি আঘাত হানবে ভিয়েতনামের উত্তরাঞ্চলে, যেখানে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এর আগে রাগাসার আঘাতে তাইওয়ানে ১৪ জন নিহত হন। আহত হন আরও অন্তত ১৪ জন এবং নিখোঁজ রয়েছেন অন্তত ১২৪ জন।