ট্রাম্প কিছুতেই নোবেল পেতে পারেন না: ফ্রান্সের প্রেসিডেন্ট


ট্রাম্প কিছুতেই নোবেল পেতে পারেন না: ফ্রান্সের প্রেসিডেন্ট

গাজার চলমান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্তির সম্ভাবনার প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প এই পুরস্কার পেতে পারেন না। শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।

ম্যাক্রোঁ বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট যখন গাজার সংঘাতে সরাসরি জড়িত, তখন শান্তি পুরস্কার পাওয়া অসম্ভব। এই সংঘাত বন্ধ না হলে নোবেল শান্তি পুরস্কারের প্রশ্নই ওঠে না।”

এর কয়েক ঘণ্টা আগেই জাতিসংঘকে কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন, সংস্থাটি বিশ্বব্যাপী সংঘাতের সমাধান দিতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ তোলেন, জাতিসংঘ তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে না।

তবে অনেকের মতে, ট্রাম্প তার মেয়াদকালে একাধিক যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং শান্তি স্থাপনে ভূমিকা রেখেছেন, তাই তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×