হাতিরঝিলে মাদরাসার টয়লেটে ঝুলছিল শিশুর মরদেহ


হাতিরঝিলে মাদরাসার টয়লেটে ঝুলছিল শিশুর মরদেহ

রাজধানীর হাতিরঝিলে অবস্থিত শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদরাসার টয়লেট থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) তুষার তানভীর (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের উদ্ধারকারী দল সকালেই ঘটনাস্থলে পৌঁছায় এবং মাদরাসার ষষ্ঠ তলার টয়লেটে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়ার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত তুষার চাঁদপুরের মতলব উপজেলার গোসাইপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে মাদরাসার কোরআনে হাফেজ শাখার একজন শিক্ষার্থী ছিলেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ জানান, “সকালের দিকে খবর পেয়ে আমরা মাদরাসায় যাই। মাদরাসার ষষ্ঠ তলার টয়লেটে গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×