সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হলেন শায়খ সালেহ বিন হুমাইদ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:০৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদে বড় পরিবর্তন এসেছে। দেশটির নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. শায়খ সালেহ বিন হুমাইদ। মসজিদে হারামের প্রশাসন এই খবর নিশ্চিত করেছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য নিউ আরব জানায়, সাবেক গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পরই শায়খ সালেহকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়।
দীর্ঘদিন ধরে ইসলামি নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা শায়খ সালেহ এর আগে পবিত্র দুই মসজিদের ইমাম ও খতিবদের দায়িত্ব তদারককারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতি ছিলেন।
বিচারক, শিক্ষাবিদ ও ইসলামি চিন্তাবিদ হিসেবে খ্যাত শায়খ সালেহ সৌদি আরবের অন্যতম মর্যাদাপূর্ণ আলেমদের একজন। তার দীর্ঘ কর্মজীবনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৯৯৩ সাল থেকে তিনি সৌদি মজলিস আল শুরার সদস্য, এবং ২০০২ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি মক্কার পবিত্র মসজিদ আল হারামের ইমাম হিসেবে দায়িত্বে আছেন। তিনি মক্কার আরবি ভাষা একাডেমির সদস্য এবং জেদ্দাভিত্তিক আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতির পদেও রয়েছেন। ২০১৬ সালে ইসলাম ধর্মে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন।
ধর্মীয় ফতোয়া প্রদানের ক্ষেত্রে সুগভীর জ্ঞান, প্রশাসনিক দক্ষতা, চার দশকেরও বেশি সময় ধরে জনগণের আস্থা অর্জন এবং সর্বশেষ হজে খুতবা প্রদানের সফল অভিজ্ঞতা; সবকিছু মিলিয়ে তাকে এই পদে নিযুক্ত করা একেবারেই যৌক্তিক ও উপযুক্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।