শেখ হাসিনার কয়েকটি দুর্নীতি মামলার রায় হতে পারে নভেম্বরে: দুদক চেয়ারম্যান


শেখ হাসিনার কয়েকটি দুর্নীতি মামলার রায় হতে পারে নভেম্বরে: দুদক চেয়ারম্যান

ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে চলমান কিছু দুর্নীতি মামলার রায় আগামী নভেম্বর মাসে আসার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও দুদকের মধ্যে পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে দুদকের পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, আর টিআইবির পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানান, গণঅভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে চলমান মামলার কয়েকটির রায় আগামী নভেম্বরের মধ্যে হতে পারে।

তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করতে টিআইবির সঙ্গে এই সমঝোতা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “দুদককে স্বাধীন করতে হলে রাজনৈতিক দলের স্বদিচ্ছা এবং আমলাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। আমরা দুদকের দুর্নীতির ওয়াচডগ হিসেবে সহযোগিতা করব। সময়ের সঙ্গে দুর্নীতির ধরনও পরিবর্তিত হচ্ছে, সেই অনুযায়ী কাজ করতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×