দুর্নীতির মামলায় আসাদুজ্জামান নূর গ্রেপ্তার


দুর্নীতির মামলায় আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

এর আগে সরকার পতনের পর গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলাতেও তাকে আসামি করা হয়।

দুদক গত ৩০ জুলাই নূরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। একটি মামলায় অভিযোগ আনা হয় ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের, আরেকটিতে ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি অর্থ বিদেশে পাচারের।

এই মামলার প্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা ফেরদৌস রহমান আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির দিন নূরকে আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবী কাওছার আহমেদ জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর না করে শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেন। প্রসিকিউশনের পক্ষে দুদকের উপসহকারী পরিচালক ফয়েজ উদ্দিন বিষয়টি আদালতকে অবহিত করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×