বিমানবন্দরে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:২১ এম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।
প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দলের আগমনের খবর পেয়ে দুপুর থেকেই জেএফকে বিমানবন্দরে জড়ো হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা। বিএনপি প্রধান উপদেষ্টা ও মহাসচিবকে স্বাগত জানাতে আনন্দ সমাবেশ করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বিক্ষোভে অংশ নেন। উভয় পক্ষই মুখোমুখি অবস্থানে থেকে নানা স্লোগান দিতে থাকে। হাতে ছিল বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। এতে পুরো টার্মিনালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফ্লাইট অবতরণের আগেই বাইরে পক্ষে-বিপক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। দুপুর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টার্মিনালে অবস্থান নিয়ে শ্লোগান দেন। অন্যদিকে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাল্টা প্রতিবাদে অংশ নেন।
বিকেল পৌনে ৪টার দিকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা গাড়ির দিকে এগোতে থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েক দফা ডিম নিক্ষেপ করা হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, আখতার ভাইয়ের ওপর পতিত স্বৈরাচারের শাবকেরা যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তার মাশুল তাদের বহুগুণে গুনতে হবে।