সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের হৃদয়ে সৌদি আরবের অবস্থান অত্যন্ত গুরুত্বের বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ভাষায়, “আমাদের ৩২ লাখেরও বেশি প্রবাসী কর্মীর দ্বিতীয় আবাসস্থল হিসেবে এটি বাংলাদেশিদের হৃদয়ের গভীরে রয়েছে।”

সোমবার রাতে ঢাকার বনানীতে অবস্থিত হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সৌদি আরবের ৯৫তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আরব বিশ্বের সঙ্গে বাংলার জনগণের সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ক গড়ে উঠেছে প্রাচীনকালের বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে। এই ঐতিহাসিক বন্ধনই আজ আমাদের আধুনিক কূটনৈতিক সম্পর্কের ভিত্তি রচনা করেছে।”

সৌদি আরবের প্রতি বাংলাদেশিদের আবেগ ও আন্তরিকতা শুধুমাত্র ইসলাম ধর্মের পবিত্র ভূমি হিসেবেই নয়, বরং বৃহৎ সংখ্যক প্রবাসী শ্রমিকের দ্বিতীয় বাড়ি হিসেবে বিবেচিত হওয়ার কারণেও বলিষ্ঠ, বলেন তিনি। “সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে,” যোগ করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে তিনি বলেন, “এটি একইসঙ্গে আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবেও কাজ করছে। বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে সৌদি আরবের অব্যাহত সহায়তা দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বের স্মারক বহন করছে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী সৌদি আরবের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বে সৌদি আরব ভিশন-২০৩০ এর পথে উচ্চাকাঙ্ক্ষী যাত্রা শুরু করেছে।”

তার ভাষায়, “সালমানের সাহসী এবং দূরদর্শী উদ্যোগ কেবল সৌদি আরবের জনগণকে অনুপ্রাণিত করছে না বরং এটি অত্র অঞ্চলের অগ্রগতি এবং উদ্ভাবনের আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।”

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধির জন্য সৌদি নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তরিক স্বীকৃতির দাবিদার বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং বিশ্ব শান্তিতে অবদান রাখার ক্ষেত্রে অসাধারণ রাষ্ট্রনায়কত্ব প্রদর্শন করেছেন। তার নেতৃত্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সম্মানিত কণ্ঠস্বর হিসেবে সৌদি আরবের ভূমিকাকে আরও শক্তিশালী করেছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মহৎ প্রচেষ্টার ধারাবাহিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, বিভিন্ন দেশের কূটনৈতিক কোরের সদস্য, বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, ব্যবসায়ী-শিল্পপতি এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণির আমন্ত্রিত অতিথিরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×