আন্দোলনকারীরাই লোকদের হত্যা করেছে, শেখ হাসিনার আইনজীবীর দাবি


আন্দোলনকারীরাই লোকদের হত্যা করেছে, শেখ হাসিনার আইনজীবীর দাবি

২০২৪ সালের জুলাই ও আগস্টে সংঘটিত আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ছিল বৈধ সরকারের উৎখাতের সুপরিকল্পিত অংশ। আন্দোলনকারীরা নিজেরাই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং তাদেরই দ্বারা আন্দোলনরত লোকদের হত্যা করা হয়েছে। এই দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সাক্ষ্যগ্রহণকালে তিনি এই দাবি করেন।

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে ৪৮তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন জুনায়েদ। বিচার কাজ শুরুতেই তাকে জেরা করেন আমির হোসেন। এক পর্যায়ে তিনি বলেন, "কোটা সংস্কার সমাধানের জন্য যথেষ্ট আন্তরিক ছিলেন শেখ হাসিনা। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর আন্তরিকতা উপেক্ষায় একের পর এক বেআইনি কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা।" তিনি আরও উল্লেখ করেন, "আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজাকারের বাচ্চা বা নাতিপুতিও বলেননি শেখ হাসিনা।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×