অনন্ত জলিল-বর্ষার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১২:৪৫ এম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার বিরুদ্ধে প্রতারণা করে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যাতে আরও তিনজনকে আসামি করা হয়েছে।
রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘রাব্বি টেক্সটাইল’-এর স্বত্বাধিকারী ইলিয়াস মিয়া ২০ আগস্ট মামলাটি দায়ের করেন। মামলার বাকি আসামিরা হলেন এ জে আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলিলের প্রতিষ্ঠান এ বি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইসার আকরাম, এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তা মুনির ও কামরুল।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০ হাজার গজ কাপড় সংগ্রহ করা হয়। এরপর আরও দুটি তারিখে কাপড় বুকিং নেওয়া হলেও কোনওবারই এলসি খোলা হয়নি। অভিযুক্তরা টালবাহানা করতে থাকেন এবং বারবার সময় নিলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো আর্থিক নিষ্পত্তি করা হয়নি।
রাব্বি টেক্সটাইলের মার্কেটিং অফিসার নাজিম মৃধা এবং সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ইমদাদ রাসেল জানান, বুকিং ডেলিভারির মূল চালানের কপিগুলো অনন্ত জলিলের নির্দেশে অডিটর আব্দুর রহিম জোরপূর্বক রেখে দেন। পরবর্তীতে সেগুলো ফেরত চাইলে আব্দুর রহিম নানাভাবে সময়ক্ষেপণ করেন এবং শেষ পর্যন্ত তা দিতে অস্বীকৃতি জানান।
মামলার বিবরণে আরও বলা হয়, পাওনা টাকা চাইতে গেলে রাব্বি টেক্সটাইলের কর্মকর্তাদের অফিসে প্রবেশে বাধা দেওয়া হয় এবং কখনও কখনও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ডেলিভারিকৃত ২০ হাজার গজ কাপড়ের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা, যা এখনও আসামিদের কাছে বকেয়া রয়েছে।
এ মামলায় অভিযুক্ত আকরাম ১৬ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলার অন্য আসামি মুনিরও একইভাবে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।