অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:৩৯ পিএম, ৩০ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরও ঘরোয়া লিগে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সম্প্রতি চোটের কারণে কিছুদিন ধরে মাঠের বাইরে ছিলেন। এবার অসুস্থতা তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে।
মাহমুদউল্লাহ শেষবার এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলেছিলেন। ওই সময়ই তিনি চোটের শিকার হয়েছিলেন, যার কারণে পরবর্তী কোনো ম্যাচ খেলতে পারেননি। চোট থেকে সেরে ওঠার পথে নিয়মিত পুনর্বাসন সেশন চালাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ ডেঙ্গু আক্রান্ত হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে গেছে।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী, মাহমুদউল্লাহ গত চারদিন ধরে অসুস্থ ছিলেন। শুরুতে জ্বর থাকায় পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং পরে নিশ্চিত হয় যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিসিবির মেডিকেল বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে হাসপাতালে থাকলেও সাবেক এই অলরাউন্ডারের শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে দুই থেকে এক দিনের মধ্যে তিনি বাড়ি ফিরতে পারবেন।