চল্লিশেও থামেননি রোনালদো, বললেন ‘আমি এখনও ক্ষুধার্ত’
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫১ পিএম, ২৭ অক্টোবর ২০২৫
ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগের আরেক নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও সময়কে হার মানিয়ে ছুটছেন পর্তুগিজ মহাতারকা। শনিবার (২৫ অক্টোবর) সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে আল-হাজমের বিপক্ষে গোল করে রোনালদো ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন।
ম্যাচের ৮৮ মিনিটে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির গ্যালারি কেঁপে উঠল রোনালদোর চিরচেনা ‘সিউউ’ উদযাপনে। এই গোলের ফলে বিশ্ব ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি স্পর্শ করলেন ৯৫০ গোলের মাইলফলক। তাতেই ম্যাচের শেষ মুহূর্তে আল-নাসর নিশ্চিত করল ২-০ ব্যবধানে জয়। এই জয়ে সৌদি প্রো লিগে অপরাজিত অবস্থায় আল-নাসর শিরোপার পথে আরও এগিয়ে গেল, ছয় ম্যাচে ছয় জয়, ১৮ পয়েন্ট।
মৌসুমের শুরু থেকেই রোনালদোর ফর্ম দুর্দান্ত। ৮ ম্যাচে করেছেন ৭ গোল—লিগে ৬ গোল ও সৌদি সুপার কাপে ১ গোল। ২০২৫ সালের পুরো ক্যালেন্ডারে এখন পর্যন্ত ৩৮ ম্যাচে করেছেন ৩৪ গোল, যার মধ্যে ক্লাবের হয়ে ৩০ ম্যাচে ২৬ গোল এবং জাতীয় দলের হয়ে ৮ ম্যাচে ৮ গোল।
ম্যাচ শেষে রোনালদো তার অফিশিয়াল পেজে লিখেছেন, “দলকে সাহায্য করতে পেরে আনন্দিত। ৯৫০ গোল। কিন্তু আমি এখনো ক্ষুধার্ত আরও বেশি কিছুর জন্য।”
এই বার্তাই যেন প্রতিপক্ষদের জন্য সতর্কবার্তা। তার লক্ষ্য এখন ১,০০০ গোল। নিজের পরিবার যেখানে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছে, সেখানে রোনালদো বলছেন, “আমি এখনো ভালো খেলছি। ক্লাব ও দেশের জন্য অবদান রাখছি। তাহলে থামব কেন?”
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফের্ডিন্যান্ড তার গোলের ভিডিও শেয়ার করে লিখেছেন, “৯৫০ গোল, বলার কিছু নেই।”
অন্য সাবেক সতীর্থ প্যাট্রিস এভরা বিস্ময় প্রকাশ করেছেন, “৯৫০ গোল?! আর কেউ কি এখনো সন্দেহে আছেন?”
রোনালদোর এই অর্জন আবারও নতুন করে উস্কে দিয়েছে GOAT বিতর্ক—গ্রেটেস্ট অফ অল টাইম কে? মেসি না রোনালদো?
আসন্ন সূচিতে রোনালদো খেলবেন কিং কাপের শেষ ষোলোয় সাবেক সতীর্থ বেনজেমার নেতৃত্বে আল-ইত্তিহাদের বিপক্ষে। এরপর এএফসি কাপে মুখোমুখি হবেন ভারতের গোয়া দলের সঙ্গে।
রোনালদোর ৯৫০ গোল কেবল সংখ্যা নয়; এটি তার অমনীয় মানসিকতার প্রতীক। তিনি নিজেই বলেছেন, “শেষে যখন থামব, আমি পরিপূর্ণ হব। কারণ আমি আমার সর্বস্বটা দিয়েছি।”