কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ


কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে কেবল ২৪ বল বাকি থাকা অবস্থায় ৩৫ রান দরকার ছিল জয়ের জন্য, কিন্তু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আলো না থাকায় খেলা অসমাপ্ত হয়ে যায়। ফ্লাডলাইট না থাকার কারণে রিজার্ভ আম্পায়ার মাঠে প্রবেশের কিছুক্ষণ পর দুই দলের খেলোয়াড়রা হাত মিলিয়ে মাঠ ত্যাগ করেন।

এরপর জানানো হয়, ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ৫ রানের ব্যবধানে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯কে পরাজিত করেছে। ততক্ষণে কালাম সিদ্দিকি এলিনের সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ দলের রান তাড়া এগিয়ে ছিল।

আগে ব্যাট করে আফগানিস্তান ৫০ ওভারে ২৬৫ রান করে, যেখানে উজাইরুল্লাহ নিয়াজাই একাই ১৪০ রান করেন। এরপর ৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩১ রান। এদিকে এলিন ১১৯ বলে ১১ চারে ১০১ রান করেন, আর রিজান হোসেন অপরাজিত থাকেন ৯৬ বলে ৭৫ রানে।

রান তাড়া শুরুতে বাংলাদেশ ভালো খেলতে পারেনি। ওপেনার জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম দ্রুত আউট হওয়ায় চাপ তৈরি হয়। কিন্তু পরে কালাম সিদ্দিকি এলিন দায়িত্ব নিয়ে রিফাত বেগের সঙ্গে ছোট জুটি গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। এরপর রিজান হোসেনের সঙ্গে যৌথ ইনিংসে বাংলাদেশকে ডিএলএস ব্যবধানে জয়ের দিকে নিয়ে যান।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আফগানিস্তানের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে আগামী যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে। সিরিজের প্রথম দুই ম্যাচ বগুড়ায়, বাকি তিনটি রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

 
 
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×