সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতসহ ৮ দল


সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতসহ ৮ দল

নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে নির্বাচন ভবনের সভা কক্ষে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রতিনিধি।

সূত্রের খবর, নির্বাচন ভবনের সামনে ৮ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের হিমশিম খেতে হয়। দলগুলো স্মারকলিপি জমা দেওয়ার জন্য এসে সিইসির সঙ্গে বৈঠকের অনুরোধ জানায়। প্রতিটি দল আলাদাভাবে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেও, পরিস্থিতির কারণে কয়েকজন করে প্রতিনিধিকে একসঙ্গে ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ঘণ্টাখানেক ধরে একত্রে বৈঠকে বসেন ২৫ থেকে ৩০ জন সদস্য।

এর আগে ১৯ অক্টোবর চলমান আন্দোলনের চতুর্থ পর্বের অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের তিন দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীসহ একই মতের আটটি দল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেই তারা নির্বাচন ভবনের সামনে সমাবেশ শেষে স্মারকলিপি দিতে নির্বাচন ভবনে যান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ৩০ সেপ্টেম্বর থেকে পাঁচ দফা দাবির সঙ্গে আন্দোলন করে আসছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×