সিরিজ বাঁচাতে বাংলাদেশের দরকার ১৫০ রান


সিরিজ বাঁচাতে বাংলাদেশের দরকার ১৫০ রান

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সুযোগ পাওয়া ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে থেমে যায় ১৪৯ রানে।

সফরকারীদের ইনিংসের শুরুতেই সাফল্য এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় ওভারে তিনি ওপেনার ব্র্যান্ডন কিংকে ফেরান। এরপর দ্বিতীয় উইকেটে আলিক আথানেজ ও অধিনায়ক শাই হোপ ৫৯ বল খেলে ১০৫ রানের জুটি গড়ে দলকে কিছুটা প্রতিরোধের দিকে ফিরিয়ে আনেন।

তবে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে নাসুম আহমেদ। নিজের চতুর্থ ওভারের প্রথম দুই বলে আথানেজ (৩৩ বলে ৫২ রান) ও শেরফান রাদারফোর্ডকে ফেরান তিনি। আগের ম্যাচে রানশূন্য থাকা রাদারফোর্ড ফেরেন গোল্ডেন ডাক দিয়ে। নাসুমের স্পেলে চাপ বেড়ে যায় সফরকারীদের ওপর। পরের ওভারে মোস্তাফিজুর রহমান শাই হোপ (৩৬ বলে ৫৫ রান)কে ফিরিয়ে ম্যাচে বাঁধভাঙা প্রতিরোধ শেষ করেন।

শেষ দিকে রোস্টন চেজ (১৫ বলে ১৭*) ও রোমারিও শেফার্ড (১৬ বলে ১৩) সামান্য প্রতিরোধ গড়লেও দলের বড় স্কোর গড়তে পারেননি। নির্ধারিত ২০ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৪৯/৯ রানে।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন ২টি করে, তাসকিন আহমেদ শিকার করেন ১টি উইকেট।

এখন সিরিজে টিকে থাকতে টাইগারদের লক্ষ্য এই রান তাড়া করা। জয় পেলে সমতায় ফিরবে সিরিজ, না হলে লিটন দাসদের নেতৃত্বাধীন বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×