বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো এনভিডিয়া


বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো এনভিডিয়া

বিশ্বের প্রযুক্তি জগতে নতুন মাইলফলক স্থাপন করেছে এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানকে ভিত্তি করে মার্কিন এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছে বিশ্বের ইতিহাসে জায়গা করে নিয়েছে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এআই খাতে অভূতপূর্ব সম্প্রসারণই এনভিডিয়ার শেয়ারমূল্যের দ্রুত উত্থানের মূল কারণ।

বুধবার (২৯ অক্টোবর) এনভিডিয়ার শেয়ারের দাম ৫.৬ শতাংশেরও বেশি বেড়ে ২১২ ডলারে পৌঁছায়। বিশ্লেষকদের মতে, এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক, যেখানে এনভিডিয়ার ‘ব্ল্যাকওয়েল চিপ’ নিয়ে আলোচনা হতে পারে।

মাত্র তিন মাস আগে এনভিডিয়া ৪ ট্রিলিয়ন ডলারের সীমা পেরিয়ে ইতিহাস গড়েছিল। এবার আরও এক ধাপ এগিয়ে কোম্পানিটি তৈরি করেছে নতুন রেকর্ড। চলতি বছর শুরু থেকে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ইতিমধ্যেই ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ডেটা সেন্টারে ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেনিং ও ইনফারেন্সসহ বিভিন্ন এআই কাজে ব্যবহৃত জিপিইউর চাহিদাই এই উত্থানের পেছনের প্রধান চালিকা শক্তি।

বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হয়েছে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সাম্প্রতিক মন্তব্যে। তিনি বলেছেন, “কোম্পানিটি ৫০০ বিলিয়ন ডলারের এআই চিপ বিক্রির প্রত্যাশা করছে।”

বর্তমানে এনভিডিয়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও বৈজ্ঞানিক গবেষণার জন্য সাতটি নতুন সুপারকম্পিউটার তৈরিতে কাজ করছে, যেখানে ব্যবহার করা হবে হাজার হাজার এনভিডিয়া জিপিইউ। একই দিনে প্রতিষ্ঠানটি জানায়, তারা নোকিয়াতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং নোকিয়ার প্রযুক্তি ব্যবহার করে এনভিডিয়া প্ল্যাটফর্মে এআই-নেটিভ ফাইভজি-অ্যাডভান্সড ও সিক্সজি নেটওয়ার্ক চালুর পরিকল্পনা করছে।

এছাড়া গত সেপ্টেম্বরে এনভিডিয়া ঘোষণা করেছিল যে, তারা আগামী কয়েক বছরে ওপেনএআই-তে সর্বোচ্চ ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। উভয় প্রতিষ্ঠানই জানিয়েছিল, ওপেনএআইয়ের পরবর্তী প্রজন্মের সিস্টেম চালানোর জন্য তারা ১০ গিগাওয়াট ক্ষমতার এনভিডিয়া অবকাঠামো স্থাপন করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×