বেলুচিস্তানে পৃথক অভিযানে ১৮ জঙ্গি নিহত, দাবি পাকিস্তানের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:৩৩ পিএম, ৩০ অক্টোবর ২০২৫
পাকিস্তান জানিয়েছে, বেলুচিস্তানের দুটি পৃথক অভিযানে ১৮ জন জঙ্গি সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে নিহতদের ‘ভারতের প্রক্সি’ এবং ‘হিন্দুস্তানি অশান্তি সৃষ্টিকারী’ বলে আখ্যায়িত করেছে।
ডন জানিয়েছে, ইসলামাবাদ এই তকমার মাধ্যমে বেলুচিস্তানের বিদ্রোহীদের পাকিস্তানজুড়ে অস্থিতিশীলতা ও সন্ত্রাসের পেছনে ভারতের কথিত ভূমিকা তুলে ধরার চেষ্টা করছে।
আইএসপিআর জানিয়েছে, প্রথম অভিযানটি কোয়েটা জেলার চিলতান পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পর চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের তুমুল গুলি বিনিময় হয়, তাতে ১৪ ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীকে নরকে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে কেচ জেলার বুলেদাতেও অভিযান চালিয়ে ৪ জঙ্গিকে ‘সফলভাবে নিস্ক্রিয়’ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ নিহতরা অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।’ আইএসপিআর জানিয়েছে, বিদেশি সহায়তাপ্রাপ্ত বিশেষ করে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে।
সম্প্রতি পাকিস্তানজুড়ে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ হামলায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করা হচ্ছে।
২০২২ সালে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে অস্ত্রবিরতি ভেঙে দেওয়ার পর থেকে এই ধরনের হামলা বেড়েছে। এর আগে আইএসপিআর জানিয়েছিল, খাইবার পাখতুনখোয়ার কুররম জেলার দোগারে এক অভিযানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক ক্যাপ্টেনসহ ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
সূত্র: ডন