বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার


বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার

ভারতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্সের পাশাপাশি এক বিব্রতকর ঘটনার মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটাররা। মধ্যপ্রদেশের ইন্দোরে ঘুরতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন দলের দুই সদস্য।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, এক বাইক আরোহী দীর্ঘক্ষণ ধরে ওই দুই অজি ক্রিকেটারকে অনুসরণ করে এবং পরে অশালীন আচরণ করে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক আকিল খানকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে অস্ট্রেলিয়া। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ইন্দোরের খাজরানা রোড এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন। সেই সময়ই হোটেল থেকে বের হওয়ার পর বাইক আরোহী তাদের পিছু নেয় এবং একপর্যায়ে শরীরে হাত দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

ঘটনার পরপরই নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্স স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে সহকারী পুলিশ কমিশনার (এএসপি) হিমানি মিশ্রা দুই ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ গ্রহণ করেন।

এ ঘটনায় এমআইজি থানায় ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ নম্বর ধারায় মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ধরতে পাঁচটি থানার কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আকিল খানকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আকিলের বিরুদ্ধে আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনায় নারী ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, বিশেষ করে এমন একটি সময় যখন ভারত বিশ্বমঞ্চে নারী ক্রীড়ার আয়োজক হিসেবে আলোচনায় রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×