জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের ভাই গ্রেপ্তার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:৫৩ পিএম, ৩০ অক্টোবর ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের বড় ভাই বড়ো টুনটুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে, আনুমানিক দেড়টার দিকে, র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের এক সূত্র জানায়, টুনটুন দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে, যার মধ্যে ৬ থেকে ৭টি হত্যা মামলা। সূত্রটির ভাষ্যমতে, টুনটুনের কাছে একাধিক আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে।
র্যাবের তথ্যমতে, টুনটুন তার ভাই বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করত এবং এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখত। দীর্ঘ নজরদারির পর র্যাব-২ সদস্যরা বুধবার রাতে তাকে আটক করে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম বলেন, “অভিযান শেষে তাকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও জানান, “টুনটুন মোহাম্মদপুর এলাকায় বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করত। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় অপরাধচক্র দুর্বল হয়ে পড়বে।”