জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের ভাই গ্রেপ্তার


জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের ভাই গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের বড় ভাই বড়ো টুনটুনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে, আনুমানিক দেড়টার দিকে, র‍্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের এক সূত্র জানায়, টুনটুন দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে, যার মধ্যে ৬ থেকে ৭টি হত্যা মামলা। সূত্রটির ভাষ্যমতে, টুনটুনের কাছে একাধিক আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে।

র‍্যাবের তথ্যমতে, টুনটুন তার ভাই বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করত এবং এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখত। দীর্ঘ নজরদারির পর র‍্যাব-২ সদস্যরা বুধবার রাতে তাকে আটক করে।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম বলেন, “অভিযান শেষে তাকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, “টুনটুন মোহাম্মদপুর এলাকায় বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করত। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় অপরাধচক্র দুর্বল হয়ে পড়বে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×