আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:৪৫ এম, ১২ অক্টোবর ২০২৫

টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। কিন্তু ওয়ানডে ফরম্যাটে এসে সেই জয়ের ধার যেন হারিয়ে ফেলেছে টাইগাররা। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও একই চিত্র—দুর্বল ব্যাটিংয়ে হারলো বাংলাদেশ, আর আফগানিস্তান এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল।
১৯১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয় ব্যাট হাতে। শুরু থেকেই উইকেট হারাতে থাকা ব্যাটাররা কোনোভাবেই ম্যাচে ফিরতে পারেননি। মাত্র ২৮.৩ ওভার খেলেই ১০৯ রানে অলআউট হয় দল। ফলে আফগানিস্তান ৮১ রানের বড় জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যায়।
ব্যাটিংয়ের শুরুতেই বাংলাদেশকে ধাক্কা দেন আফগান বোলাররা। ওপেনার তানজিদ হাসান তামিম শূন্য রানে ফেরেন। এরপর নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান কিছুটা স্থিরতা আনলেও বড় জুটি গড়তে পারেননি। শান্ত মাত্র ৭ রানে রানআউট হন, সাইফ করেন ২২ রান। পরে তাওহীদ হৃদয় (২৪), জাকের আলি, নুরুল হাসান ও রিশাদ হোসেন কেউই ব্যাটে আলো ফেলতে পারেননি। একপর্যায়ে ৫০ রানে ৫ উইকেট হারানোর পর দলের ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়ে।
বাংলাদেশের বিপর্যয়ের নায়ক ছিলেন আফগান তারকা রশিদ খান। দুর্দান্ত স্পিন বোলিংয়ে তিনি ৫ উইকেট তুলে নেন। সহায়তা করেন আজমতউল্লাহ ওমরজাই, যিনি নেন ৩ উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে আফগানিস্তানও চাপে ছিল। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলটি ৪৪.৫ ওভারে ১৯০ রানে অলআউট হয়। নতুন বলে দুর্দান্ত বোলিং করেন তানজিম হাসান সাকিব, আর মাঝের ওভারগুলোতে স্পিনে হানা দেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।
আফগানদের পক্ষে ওপেনার ইব্রাহিম জাদরান খেলেন দায়িত্বশীল ৯৫ রানের ইনিংস, তবে নিয়মিত উইকেট হারানোর কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি দল।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান – ১৯০ (৪৪.৫ ওভার): ইব্রাহিম জাদরান ৯৫, নবী ২২, গজনফর ২২; মিরাজ ৩/৪২।
বাংলাদেশ – ১০৯ (২৮.৩ ওভার): মিরাজ ৪৭, সাইফ ২২, তাওহীদ ২৪; রশিদ ৫/৩৪, আজমতউল্লাহ ৩/৩৫।
৮১ রানের পরাজয়ে সিরিজ হেরে গেছে বাংলাদেশ (২–০)। তৃতীয় ওয়ানডেতে এখন টাইগারদের লক্ষ্য শুধুই সম্মান রক্ষা ও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠা।