বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ১ দেশ


বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ১ দেশ

এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মিশর। আফ্রিকান বাছাইপর্বের ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে তারা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের টিকিট পায়। মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত নিরপেক্ষ ভেন্যুর ম্যাচে জিবুতিকে ৩-০ ব্যবধানে হারায় দলটি।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় মিশর। অষ্টম মিনিটে জিজোর নিখুঁত ক্রস থেকে হেড করে দলকে এগিয়ে নেন ইব্রাহিম আদেল। ছয় মিনিট পর ত্রেজেগের থ্রু বল পেয়ে জালে বল পাঠান লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ, দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে সালাহর আরও একটি সুযোগ তৈরি হয়েছিল, তবে মোস্তাফা মোহাম্মদের হেড পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও জিবুতির দৃঢ় রক্ষণভাগের কারণে গোল বাড়াতে পারছিল না মিশর। তবে শেষ মুহূর্তে আর রুখে দাঁড়াতে পারেনি প্রতিপক্ষ। ৮৪তম মিনিটে বক্সের ভেতর থেকে এক স্পর্শে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সালাহ।

এই জয়ের মধ্য দিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট পেল মিশর। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেলা দলটি এরপর অংশ নেয় ১৯৯০ ও ২০১৮ আসরে। গতবার বাদ পড়লেও এবার আবার ফিরছে তারা বিশ্বমঞ্চে। ১৯তম দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে মিশর, যেখানে মোট ৪৮টি দল অংশ নেবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×