চট্টগ্রামে স্লোগান ঘিরে সংঘর্ষের পর ছাত্রদল-যুবদলের বিক্ষোভ
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০১:০৩ এম, ১২ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এক কনসার্টে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোঁড়ে। এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হন এবং কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
শনিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর জয় বাংলা স্লোগানের প্রতিবাদে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলও করেন।
গুলিবিদ্ধদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে — মো. শরিফ (২৩), তিনি খুলশী থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
কনসার্টে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, একটি মোটরসাইকেল ব্র্যান্ডের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ব্যান্ডদল আর্টসেল মঞ্চে উঠে দুটি গান পরিবেশন করার পর কিছুক্ষণ বিরতি নেয়। ঠিক এশার আজানের আগে কয়েকজন যুবক “শেখ হাসিনা” ও “জয় বাংলা” স্লোগান দেন। এ সময় কনসার্টে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা জানান, খুলশী থানার ওসির বরাতে তিনি জানতে পেরেছেন—জিইসি কনভেনশন হলে ওই রাতে একটি অনুষ্ঠান চলছিল, যার একটি অংশ ছিল কনসার্ট। তবে আয়োজকরা কনসার্টের জন্য অনুমতি নেননি। একপর্যায়ে কিছু তরুণ ও যুবক ভাঙচুর শুরু করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে এবং ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “জিইসি মোড় থেকে শরিফ নামে এক গুলিবিদ্ধ তরুণকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”
ঘটনার পর জয় বাংলা স্লোগানের প্রতিবাদে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জিইসি এলাকায় বিক্ষোভ করে। এ সময় তারা “শেখ হাসিনার ফাঁসি চাই” বলে স্লোগান দেয়।