হামজার জাদুকরী ফ্রি কিকে হংকংয়ের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ


হামজার জাদুকরী ফ্রি কিকে হংকংয়ের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

ঢাকার জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতে ম্যাচে কিছুটা চাপে থাকলেও দারুণভাবে ফিরে এসে লিড নিয়েছে স্বাগতিকরা, গোলের নায়ক হামজা চৌধুরী।

খেলার প্রথম মুহূর্ত থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল হংকং। তবে স্বাগতিক বাংলাদেশ দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় এবং পাল্টা আক্রমণে ম্যাচে ফিরে আসে।

একাদশ মিনিটে কর্নার থেকে সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে ঠিক এক মিনিট পরেই খেলা বদলে যায়। ডি বক্সের বাঁ পাশে ফাউলের শিকার হন ফয়সাল আহমেদ। ফলে ফ্রি কিক পায় বাংলাদেশ। সেই সুযোগে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন হামজা চৌধুরী।

এই গোলটি ছিল বাংলাদেশের হয়ে হামজার দ্বিতীয় গোল। এর আগে তিনি ভুটানের বিপক্ষে গোল করেছিলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×