এএফসি এশিয়ান কাপ
৭ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে হংকংয়ের কাছে হারল বাংলাদেশ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১১:৩২ পিএম, ০৯ অক্টোবর ২০২৫

চমকপ্রদ শুরু সত্ত্বেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। ম্যাচের প্রথমার্ধেই হামজা চৌধুরীর দারুণ এক ফ্রি-কিক গোলে দল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হংকংয়ের কাছে পরাজিত হয়েছে স্বাগতিকেরা। তিনটি গোল হজম করার পর শেখ মোরসালিন এবং সামিত সোমের গোলে টাইগাররা সমতা ফেরালেও একেবারে অন্তিম মুহূর্তে আরও একটি গোল হজম করে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ লড়াইয়ে হংকং ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশকে। খেলার শুরু থেকেই সফরকারী হংকংয়ের প্রাধান্য দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণে ওঠে। খেলার ১১ মিনিটে একটি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
পরের মিনিটেই, অর্থাৎ ১২ মিনিটে, ডি-বক্সের বাম পাশে ফয়সাল আহমেদকে ফাউল করায় একটি ফ্রি-কিক পায় স্বাগতিক দল। সেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সি গায়ে এটি ছিল তার দ্বিতীয় গোল; এর আগে ভুটানের বিপক্ষে প্রথম গোলটি করেছিলেন হামজা। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে হংকং। তবে তাদের আক্রমণগুলো বাংলাদেশের রক্ষণভাগে প্রতিহত হতে থাকে।
অন্যদিকে, বল নিজেদের দখলে রেখে আক্রমণের চেষ্টা চালায় বাংলাদেশ। বেশ কিছু আক্রমণ শানানো হলেও বাংলাদেশের আক্রমণগুলো প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে গিয়ে আটকে যাচ্ছিল। ম্যাচের ৪২ মিনিটে হংকং আক্রমণ থেকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।
তবে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে সমতায় ফেরে হংকং। ফলে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল হজম করে বসে বাংলাদেশ। ম্যাচের ৫০তম মিনিটে হংকংয়ের পক্ষে দ্বিতীয় গোলটি করেন রাফায়েল মারকিস। খেলায় ফিরতে মরিয়া বাংলাদেশ বেশ কিছু আক্রমণ করলেও তা হংকংয়ের রক্ষণভাগে বাধা পায়।
খেলা গড়িয়ে যেতেই ম্যাচের ৭৪ মিনিটে আরও একটি গোল হজম করে টাইগাররা। বাম দিক থেকে আসা বল সাদ উদ্দিনের দুই পায়ের মাঝখান দিয়ে গোলমুখে গেলে সেখানে ফাঁকায় দাঁড়ানো মারকিস অনায়াসে বল জালে জড়িয়ে দেন। তবে ম্যাচের ৮৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ; গোল করে দলকে ম্যাচে ফেরান শেখ মোরসালিন।
এরপর খেলার ৯৮তম মিনিটে কর্নার থেকে হেডের মাধ্যমে গোল করে বাংলাদেশকে সমতায় ফিরিয়ে আনেন সামিত সোম। কিন্তু খেলার একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে হ্যাভিয়ের কাবরেরার দল। ফলে ৪-৩ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।