বাংলাদেশ-হংকং ম্যাচ ঘিরে ১১ নিষেধাজ্ঞা দিলো বাফুফে
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪২ পিএম, ০৯ অক্টোবর ২০২৫

ঢাকা আবির্ভাব হচ্ছে এক উত্তেজনাকর ফুটবল রাতের। আজ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং চায়না - এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের একটি অতি গুরুত্বপূর্ণ ম্যাচে।
বাংলাদেশ দলের জন্য এটি যেন এক প্রকার বাঁচা-মরার লড়াই। জয়ের কোনো বিকল্প নেই হ্যাভিয়ের কাবারেরার শিষ্যদের সামনে। এই ম্যাচে জয়ই পারে এশিয়ান কাপে খেলার স্বপ্ন জিইয়ে রাখতে।
ম্যাচ ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র ২৪ মিনিটেই সব টিকিট নিঃশেষ হয়ে যায়। স্টেডিয়াম প্রাঙ্গণে ইতোমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন উল্লসিত দর্শকরা।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জারি করেছে ১১ দফা নিষেধাজ্ঞা, যাতে স্টেডিয়ামের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে। বাফুফের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিষেধাজ্ঞাগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, স্টেডিয়ামে কোনো ধরনের অস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মাদকদ্রব্য কিংবা অন্য যেকোনো অবৈধ বস্তু আনা যাবে না। দর্শকরা কোনো জাতিগত, ধর্মীয়, রাজনৈতিক বা উসকানিমূলক ব্যানার, পতাকা বা প্রতীক বহন করতে পারবেন না।
এছাড়া, আতশবাজি কিংবা আগুন লাগাতে পারে এমন যেকোনো কিছু নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। সহায়ক প্রাণী ব্যতীত কোনো পোষা প্রাণী নিয়ে প্রবেশও অননুমোদিত।
বাফুফে আরও জানিয়েছে, বড় বা ভারী কোনো বস্তু যা আসনের নিচে রাখা যায় না, তা স্টেডিয়ামে আনা যাবে না। খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তাদের মনোযোগ বিচ্ছিন্ন করতে পারে এমন জিনিস যেমন লেজার পয়েন্টার বা অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী যন্ত্রও নিষিদ্ধ।
প্রচারমূলক বা বানিজ্যিক উদ্দেশ্যে আনা সামগ্রী, ব্যক্তিগত ব্যবহার ছাড়া ভিডিও বা অডিও রেকর্ডিং ডিভাইস এবং কোনো প্রকার পেশাদার ক্যামেরা নিয়েও প্রবেশ করা যাবে না।
বাফুফে সতর্ক করে বলেছে, "জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন বা ইভেন্টের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে এমন কিছু আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।"
সবশেষে, অন্য দর্শকদের খেলা উপভোগে বাধা দিতে পারে; এমন কোনো বস্তু কিংবা আচরণ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই কড়া নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ। ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায়, মাঠে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্প দেখার।