রাজধানীর হাজারীবাগ থেকে শটগান উদ্ধার


রাজধানীর হাজারীবাগ থেকে শটগান উদ্ধার

রাজধানীর হাজারীবাগে সেনাবাহিনীর অভিযানে ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. মোশারফ হোসেন কাজলের বাসা থেকে একটি শটগান উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনে থাকা সায়েন্সল্যাব আর্মি ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি ওই আইনজীবীর দেহরক্ষী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও নাশকতার কাজে ব্যবহার করত। পরে অস্ত্রটি আইনি প্রক্রিয়ার জন্য থানায় জমা দেওয়া হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশের সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। সংস্থাটি আরও জানিয়েছে, “যেকোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ করা হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×