হংকং ম্যাচে হারের পর যা বললেন হামজা


হংকং ম্যাচে হারের পর যা বললেন হামজা

শেষ মুহূর্তের গোল হজম করে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারের পর বাংলাদেশ ফুটবল দল যেন স্তম্ভিত। জয় বা অন্তত ড্র নেওয়ার আশা ছিল লাল-সবুজ শিবিরে, কিন্তু নির্ধারিত সময়ের শেষ সেকেন্ডে গোল খেয়ে সেই আশা ধ্বংস হয়ে যায়।

জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়া কাপ বাছাইয়ের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ প্রথমে এগিয়ে যায় হামজা চৌধুরীর নিখুঁত ফ্রি-কিকে। তবে এরপর হজম করা তিনটি গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পরবর্তীতে শেখ মোরছালিন এবং সামিত সোম দুই গোলের মাধ্যমে ৩-৩ সমতায় ফেরায় দলকে। কিন্তু শেষ মুহূর্তে হংকংয়ের গোল জয়কে অধরা করে রাখে।

ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে হতাশা লক্ষ্য করা যায়। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী বলেন, “এটা এমন একটা ম্যাচ ছিল, আসলে বুঝতেই পারছি না আমরা অন্তত একটি পয়েন্টও কেন পাইলাম না।”

তবে হামজা মনে করছেন, এই হারের মধ্যেও দলের উন্নতি দেখা যাচ্ছে। “ভাঙা রেকর্ডার মনে হতে পারে; কিন্তু আমরা সত্যিই উন্নতি করছি। আমি মনে করি, আজ আমরা অনেক ভালো খেলেছি।”

এই হারের ফলে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্ন কার্যত শেষ। তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে কাবরেরার দল, আর হংকং তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

তবু হাল ছাড়তে রাজি নন হামজা। তিনি বলেন, “আমাদের সামনে চার দিন পর আরেকটি ম্যাচ। এখন লক্ষ্য পরবর্তী তিনটি ম্যাচ জেতা। হারটা কষ্টের, কিন্তু এটা ফুটবলেরই অংশ।”

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ওপর আস্থা রাখুন। কোচ ও ফুটবলাররা সর্বোচ্চ চেষ্টা করেছে—কখনও কখনও ভাগ্যও বড় ভূমিকা রাখে।”

আগামী মঙ্গলবার হংকংয়ের মাঠে বাছাইপর্বের চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে। হারের হতাশা পেছনে ফেলে এবার জয়ের প্রত্যাবর্তনই দলের একমাত্র লক্ষ্য।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×