ক্রিকেটারের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি মাফিয়া চক্রের
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০২:৫১ পিএম, ১০ অক্টোবর ২০২৫

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটার রিঙ্কু সিংয়ের কাছে দাউদ ইব্রাহিম চক্রের পরিচয়ে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুম্বাই পুলিশ ইতোমধ্যে দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম আজ তক জানায়, রিঙ্কুর কাছে ৫ কোটি রুপি দাবি করে একাধিকবার ভয়ভীতি দেখানো হয়। টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ক্রিকেটারটি। ঘটনার তদন্তে নেমে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মোহাম্মদ দিলশাদ ও মোহাম্মদ নাভিদ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা নিজেদের দাউদ ইব্রাহিমের কুখ্যাত ‘ডি কোম্পানি’র সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন।
রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিন দফায় রিঙ্কুর কাছে টাকা দাবি করা হয়। এমনকি তার ম্যানেজারের ইমেইল ঠিকানায় পাঠানো হয় ভয়াবহ হুমকি বার্তা। হুমকি পাওয়ার পর রিঙ্কু পুলিশের সহায়তা চান। তদন্তে জানা যায়, দিলশাদ ও নাভিদকে ত্রিনিদাদ ও টোবাগো থেকে গ্রেপ্তার করে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একই গোষ্ঠীর হাতেই মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের সূত্র মিলেছে। তাকেও ১০ কোটি রুপি চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি আততায়ীর হাতে খুন হন। ওই ঘটনার পর তাঁর ছেলে পুলিশে অভিযোগ দাখিল করেন। দুই ঘটনার নেপথ্যে একই অপরাধচক্র জড়িত বলে ধারণা করছে তদন্ত কর্মকর্তারা।
সম্প্রতি ভারতের হয়ে এশিয়া কাপ জয়ী দলে ছিলেন রিঙ্কু সিং। যদিও পুরো টুর্নামেন্টে মাঠে নামার সুযোগ পাননি, ফাইনালে নেমে এক বল খেলে চার মেরে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি। বর্তমানে তিনি দেশে ফিরেছেন এবং আসন্ন অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন। ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৪টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন রিঙ্কু সিং।