বিসিবি সভাপতিকে হুমকির অভিযোগ, চাইলেন নিরাপত্তা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:০৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টি উল্লেখ করে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সরকারি গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ আয়োজনের বিষয় বিবেচনায় নিয়ে সভাপতির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। সার্বিক পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োগ প্রয়োজন।”
চিঠিতে সরাসরি হুমকির বিষয়টি উল্লেখ না করা হলেও, পরে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে বিসিবি সভাপতি বুলবুল নিজেই তা নিশ্চিত করেন। তিনি বলেন, “ফোন দিয়ে বলা হয় ‘ইলেকশন না করলে হয় না?’ না করলে ভালো হয় আরকি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার। ভয় লাগছে। ২-৩ দিন আগে এই ফোন এসেছিল।”
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বিসিবির নেতৃত্বে পরিবর্তন আসে। সাবেক সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ দেয় আমিনুল ইসলাম বুলবুলকে। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল জানান, তিনি স্বল্পমেয়াদে দায়িত্ব নিতে চান এবং টি-টোয়েন্টির পর ওয়ানডে ম্যাচেও অংশ নিতে ইচ্ছুক।
এদিকে, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় বিসিবির নির্বাচনে অংশ নিতে সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরিচালক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। একই সঙ্গে সভাপতি হওয়ার আগ্রহের কথাও জানান তিনি। এরপর ফারুক আহমেদসহ আরও কয়েকজনের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি সামনে আসে। এই প্রেক্ষাপটে বুলবুলও নতুন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
বিসিবির নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যেই সভাপতির হুমকির অভিযোগ এবং নিরাপত্তা চেয়ে সরকারি পদক্ষেপ চাওয়ার বিষয়টি ক্রীড়াঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।