এশিয়ান কাপ বাছাই: হংকংয়ের বিপক্ষে সমতায় বাংলাদেশ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:২৫ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে পেনাল্টি থেকে হংকং গোল করে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের গোলে লাল-সবুজের দল সমতা ফিরিয়ে আনে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে দুই দলই সতর্কভাবে খেলায় নেমে প্রথম ১০ মিনিটে উল্লেখযোগ্য আক্রমণ গড়তে ব্যর্থ হয়। ম্যাচের ২০ মিনিটে মাঝমাঠ থেকে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সামিত সোম, কিন্তু হংকংয়ের ডিফেন্ডাররা তাকে ফাউল করে থামান। ফ্রি কিকের সুযোগে হামজার শট মানব দেওয়াল আটকে দেয়।
৩২ মিনিটে হংকংয়ের ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বাংলােদশের ডিফেন্ডার তারিক কাজী। জাপানি রেফারি পেনাল্টি দেখান এবং হলুদ কার্ডও দেন। পেনাল্টি থেকে অধিনায়ক ম্যাথিউ বল জালে জড়ান, যা হংকংকে ১-০ গোলে এগিয়ে দেয়।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণ বাড়ে। ৬৭ ও ৬৯ মিনিটে দুটি সুযোগ আসে, কিন্তু হংকংয়ের গোলরক্ষক সফলভাবে প্রতিহত করেন। ৭৩ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে ফাহমিদুল একা থাকা সত্ত্বেও গোল করতে ব্যর্থ হন।
৮৩ মিনিটে বাঁ দিক থেকে ফাহিমের ক্রস থেকে হেড করে ফাহমিদুল বল হংকংয়ের বক্সে পাঠান, যা রাকিব হোসেন জালে জড়ান। তার গোলে বাংলাদেশ ম্যাচে সমতা ফেরায়।
শেষ পর্যন্ত উভয় দলই আর গোল করতে পারেনি এবং ম্যাচ ১-১ গোলে শেষ হয়। এই ড্রয়ের ফলে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার ম্যাচে ২ পয়েন্ট অর্জন করেছে। কাগজে কলমে এখনও এশিয়া কাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে লাল-সবুজের দল।