ইসরায়েলকে ৫-০ গোলে হারালো নরওয়ে, ম্যাচের পুরো আয় পেলো গাজাবাসী
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০১:২৬ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে মাঠে বড় জয় পাওয়ার পাশাপাশি মানবতার দিক থেকেও দৃষ্টান্ত স্থাপন করেছে নরওয়ে। ১১ অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বে অনুষ্ঠিত ম্যাচে ৫-০ গোলের একতরফা জয়ে ইসরায়েলকে পরাজিত করে তারা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে নরওয়ের মানবিক সিদ্ধান্ত।
নরওয়ের ফুটবল ফেডারেশন আগেই ঘোষণা দিয়েছিল, এই ম্যাচ থেকে সংগৃহীত পুরো অর্থ দেওয়া হবে গাজায় চিকিৎসাসেবা দেওয়া আন্তর্জাতিক সংস্থা ‘ডক্টরস উইদআউট বর্ডারস’-এর হাতে। প্রতিশ্রুতি অনুযায়ী, ম্যাচের শেষে সেই অর্থ গাজাবাসীর সহায়তায় দান করা হয়।
এখানেই শেষ নয়। নরওয়ের কয়েকটি বড় স্পনসর প্রতিষ্ঠানও উদ্যোগটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অতিরিক্ত ৩ লাখ ৫০ হাজার ডলার অনুদান দিয়েছে।
নরওয়ের অনেক ফুটবল কর্তা ও সমর্থক দীর্ঘদিন ধরেই বিশ্বকাপে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে আসছেন। তাদের মতে, এই ম্যাচটি ছিল সেই অবস্থান প্রকাশের একটি সুযোগ।
গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে নরওয়ের এমন পদক্ষেপ বিশ্বজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। ক্রীড়াঙ্গনে শুধু প্রতিপক্ষকে পরাজিত করাই নয়, বরং নৈতিক অবস্থান এবং সহমর্মিতা দেখিয়েও নরওয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড