ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে মাঠে ঝড় তুলল লিটন-নুরুল-জাকের


ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে মাঠে ঝড় তুলল লিটন-নুরুল-জাকের

বাংলাদেশ আগেই সিরিজ নিশ্চিত করায় শেষ টি-টোয়েন্টি ম্যাচে দলকে নতুন সাজে নামানো হয়। পাঁচজন পরিবর্তন নিয়ে নেমে বাংলাদেশ কোচিং ও ব্যাটিং গভীরতা পরীক্ষা করেছেন। ওপেনিংয়ে নতুন পরিবর্তন এসেছে, অধিনায়ক লিটন দাসের সঙ্গে সাইফউদ্দিন শুরু করেন ব্যাটিং।

টস হারার পর ব্যাট করতে নেমে লিটন দাস ব্যাটসম্যানদের আক্রমণাত্মক ব্যাটিং দেখান। ৪ ছক্কা ও ৬ চারের সাহায্যে ৪৬ বল খেলে ৭২ রান করেন। তার সঙ্গী সাইফ ৮ বল খেলে ১২ রান করে বোল্ড হন। বৃষ্টির কারণে খেলা তিন ধাপে বন্ধ হলেও শেষ পর্যন্ত ১৮.২ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে।

২ বছর ১০ মাস পর বাংলাদেশ হয়ে টি-টোয়েন্টি খেলা নুরুল হাসান ১১ বলে ২২ রান করেন, যেখানে ২টি ছক্কা রয়েছে। জাকের আলী ১৩ বলে ২০ রান যোগ করেন, যার মধ্যে একটি ছক্কা ও একটি চার। এছাড়া, তাওহিদ হৃদয় ১৪ বলে ৯ রান এবং শামীম হোসেন ১৯ বলে ২১ রান করে মাঠ ছাড়েন। নেদারল্যান্ডসের ক্লাইন ৩ উইকেট নেন, অন্যটি স্পিনার টিম প্রিঙ্গলের ঝুলে থাকে।

বাংলাদেশের শেষ ম্যাচে ৫ পরিবর্তন করা হয়েছিল শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম সুযোগ পেয়েছেন, যেখানে তানজিদ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হয়েছিল।

টস জিতে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন। আগের দুই ম্যাচে লিটন দাস টস জিতে ফিল্ডিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×